পরিচালক শ্রীমান্ত সেনগুপ্তের প্রথম ছবি ‘আবার বছর কুড়ি পরে’র শুটিং শুরু হয়েছে পশ্চিম বাংলার শৈলশহর কালিম্পংয়ে। আর সেখানে ছবির পাত্র-পাত্রীদের দারুণ সময় কাটছে।
তনুশ্রী চক্রবর্তী ছাড়াও এতে আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। কালিম্পংয়ে শুটিং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সত্যি বলতে কাজের মধ্যেও তারা বেশ মজার সময় কাটাচ্ছেন।
মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “আমরা সোমবার পৌঁছেছি। জমে যাওয়ার মতো ঠাণ্ডা এখানে। আজ থেকে শুটিং শুরু হয়েছে। আমার কল টাইম ছিল সকাল ছয়টায়। তখন তাপমাত্রা তিন-চার। সকাল থেকে কত কাপ কফি আর চা পান করেছি তা মনেই করতে পারবো না। দুপুরে গরম মোমো আর ঝাল চিকেন সুপ খাওয়া হবে।”
সহ-শিল্পী সম্পর্কে এই অভিনেত্রী বলেন, “আবীরের সঙ্গে এটা আমার চতুর্থ কাজ। তার সঙ্গে সেটে থাকা মানে কাজের চাইতেও মজা বেশি।”
স্কুলের বন্ধুদের পুর্নমিলনী নিয়ে এগিয়েছে ‘আবার বছর কুড়ি পরে’ ছবির কাহিনী। যারা বিশ বছর পর আবার দেখা করে।
গল্প সম্পর্কে তনুশ্রী বলেন, “চার বন্ধু হলেও তারা এখন বিভিন্ন শহরে বাস করে। সব রকম বাধা পেরিয়ে এই চার বন্ধু আবারও মিলিত হয়। এটাই ছবির কাহিনী।”
ছবিতে নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী, যে কিনা বিবাহিত, রয়েছে দুই সন্তান। আর সে এসেছে গোড়া এক পরিবার থেকে।
“জীবনে সব কিছু পাওয়ার পরও কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়। হয়ত সে সেটা বলবে অথবা বলবে না। বাকিটা ছবিতে দেখার বিষয়।”
আর এভাবেই গল্পের ভাণ্ডা না ভেঙে সাক্ষাৎকার পর্ব শেষ করেন তনুশ্রী।