পর্তুগিজ ফরোয়ার্ডের
কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় লা লিগার দলটি।
২০১৯ সালে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরো ট্রন্সফার ফিতে মাদ্রিদের দলটিতে যোগ দেওয়া
এই ফুটবলার এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
গত শনিবার দলের
উইঙ্গার ইয়ানিক কারাসকো ও ডিফেন্ডার মারিও এরমেসোর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার
কথা জানানো হয়েছিল।
আগামী সোমবার লিগে
সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে এই তিন জনকে দলে পাবে না আতলেতিকো।
এক ম্যাচ কম খেলে
শিরোপা লড়াইয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে দিয়েগো সিমেওনের দল।