ক্যাটাগরি

যোগ্যতার প্রমাণ দিয়েছে রোনালদো: পিরলো

সান সিরোয় মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও
২-১ ব্যবধানে জেতে ইউভেন্তুস।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে মৌসুমে সব
প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশিবার ম্যাচে জোড়া গোল (আট বার) করলেন ৩৫ বছর বয়সী এই তারকা।

১৩ মিনিট বাকি থাকতে রোনালদোকে তুলে নেন কোচ। আগামী ৯ ফেব্রুয়ারি
ইউভেন্তুস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ। এর আগে শনিবার লিগে প্রতিপক্ষ রোমা। ঠাসা সূচিতে
রোনালদোকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত বলে জানান পিরলো।

ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো।

ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো।

“সে দুর্দান্ত একটা
ম্যাচ খেলেছে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে।”

“সে প্রচুর ম্যাচ
খেলছে এবং ঠাসা সূচিতে আমাদের আরও ম্যাচ রয়েছে…শনিবার রোমার বিপক্ষে
গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হবে বলে মনে করেছি।”

ইন্টারের বিপক্ষেই গত মাসে লিগে হেরেছিল ইউভেন্তুস। সেই
ম্যাচের শিক্ষা দলকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছে বলে মনে করেন পিরলো।

“সুপার কোপায় এই
জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, আমরা সব প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়তে পারি।
তবে আমরা এখনও কিছুই জিতিনি, কেবল প্রথম লেগ জিতলাম।”