ক্যাটাগরি

মডার্নার কোভিড টিকা অনুমোদন করল সিঙ্গাপুর

মার্চের মধ্যেই এই টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ডিসেম্বরে সিঙ্গাপুর ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন করেছিল। তার সঙ্গে এবার যোগ হচ্ছে মডার্নার এই টিকা।

মডার্নার টিকা সংরক্ষণ এবং সরবরাহ করা ফাইজারের টিকার চেয়ে সহজ। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই টিকা আগেই অনুমোদন পেয়েছে।

এবার সিঙ্গাপুরে এটি অনুমোদন পেল। সিঙ্গাপুরে বিনামূল্যে দেওয়া হচ্ছে টিকা। এরই মধ্যে সেখানে প্রথম ডোজ কোভিড টিকা পেয়েছে ১৭৫,০০০ জনেরও বেশি মানুষ।

সিঙ্গাপুর এবছর সেপ্টেম্বর নাগাদ গোটা দেশের মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে গতমাসে ফাইজার-বায়োএনটেকের টিকার চালান পেতে দেরি হতে পারে বলে জানিয়েছিল দেশটি।

সিঙ্গাপুরে গত কয়েকমাস ধরে স্থানীয় পর্যায়ে নতুন করে কোভিড সংক্রমণ হয়েছে খুব কমই।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫৯,০০০ এর বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ডরমিটরিতে গাদাগাদি করে থাকা বিদেশি শ্রমিক।

আর স্বাস্থ্যন্ত্রণালয়ের হিসাবমতে, করোনাভাইরাসে সিঙ্গাপুরে মারা গেছে মাত্র ২৯ জন।