সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ
নিপু বুধবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত আসামির ২০ হাজার টাকা জরিমানা করেছে।
সাজাপ্রাপ্ত ছদরুল হোসেন চৌধুরী (৫৫) জেলার দক্ষিণ
সুনামগঞ্জ উপজেলা দরগাপাশা গ্রামের আব্দুল হাশিম চৌধুরীর ছেলে। শুরু থেকেই পলাতক রয়েছেন
তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীজী সৈয়দ জিয়াউল ইসলাম মামলার
নথির বরাতে জানান, ভাইয়ের সঙ্গে জমির বিরোধের জেরে ২০১০ সালের ৯ সেপ্টেম্বর ছদরুল
তার ভাতিজা হাবিবুল কিবরিয়া সেজুকে (৯) শ্বাসরোধ করে হত্যা করেন।
পরদিন সেজুর বাবা আছাবুর রহমান চৌধুরী দক্ষিণ
সুনামগঞ্জ থানায় হত্যা মামলায় করেন। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
দেয়।
আইনজীবী জিয়াউল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত
ছদরুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। আটক বা আত্মসমর্পণের দিন তার সাজা শুরু
হবে।