সেখানকার বিশিষ্ট ভাইরাসবিদ, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাট ওমেন’ নামে পরিচিতি পেয়েছেন, সেই শিন ঝেংগলির সঙ্গেও তদন্তকারীরা বুধবার সাক্ষাৎ করেছেন।
কড়া প্রহরাধীন ‘উহান ইন্সটিটিউট অব ভাইরোলোজি’ তে তদন্তকারীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা কাটিয়েছেন। উহানের এই গবেষণাগার থেকেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বলে ধারণা করা হয়।
ডব্লিউএইচও’র দলের সদস্য পিটার এক টুইটে বলেন, “আজ উহানের ভাইরোলোজি ইন্সটিটিউটের শি ঝেংগলিসহ অন্যান্য স্টাফদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, খোলাখুলি আলোচনা হয়েছে। কিছু প্রশ্ন করা হয়েছে এবং জবাবও মিলেছে।”
উহানের শি ঝেংলিসহ বেশিরভাগ বিজ্ঞানীই গবেষণাগার থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তত্ব প্রত্যাখ্যান করেছেন।
তবে কিছু বিশেষজ্ঞের ধারণা, হয়ত কোনও বন্য প্রাণী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছিল। পরে গবেষণাগারে মানবদেহে ভাইরাসটি কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে গবেষণা চলেছে; আর তখন হয়ত কোনও স্টাফ সেই ভাইরাস সংমিত হওয়া থেকে পরে এর বিস্তার ঘটেছে।
বিজ্ঞানীদের কেউ কেউ চীনকে গবেষণাগারে করোনাভাইরাসের সব নমুনা গবেষণার বিস্তারিত খুঁটিনাটি প্রকাশের আহ্বান জানিয়েছেন, যাতে সেসব নমুনার কোনটি সার্স-কোভ-২ এর সঙ্গে বেশিমাত্রায় মিলে যায় তা বের করা যায়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রাথমিকভাবে উহান থেকে হলেও এ ভাইরাসের উৎপত্তি চীনেই কি-না তা নিয়ে ধন্দ্ব তৈরির চেষ্টা করেছে বেইজিং। বিদেশ থেকে আমদানি করা ফ্রোজেন খাবার থেকে এ ভাইরাস ছড়াতে পারে বলে চীন উল্লেখ করেছে।
উহানের এক পাইকারি সি ফুড সেন্টারে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়। তদন্তকারী দল উহানের সেই হুনান মার্কেট পরিদর্শন করেছেন গত রোববারই। ডব্লিউএইচও’র এই তদন্ত দলটি দু’সপ্তাহ মাঠ পর্যায়ে কাজ করবে।