ক্যাটাগরি

নীলফামারী ভূমি কার্যালয়ে চুরির ঘটনায় অফিস সহায়ক গ্রেপ্তার

বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তুষার চন্দ্র দেব অধিকারীকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

তুষার নীলফামারী পৌর শহরের জুম্মাপাড়া মহল্লার হরিকেশ চন্দ্র দেব অধিকারীর ছেলে।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহমদু উন নবী জানান, গত ৭ জানুয়ারি সদর উপজেলা ভূমি কার্যালয়ের প্রধান সহকারী মো. সফিয়ার রহমান কর্মকর্তা-কর্মচারীদের বেতনের এক লাখ ৮০ হাজার টাকা নিজ কক্ষের আলমিরায় রেখে তালা দিয়ে চলে যান।

রোববার অফিসে এসে কক্ষের জানালার গ্রিল ও আলমারির তালা ভাঙা পান এবং আলমারিতে রক্ষিত টাকা চুরি হয়ে গেছে বলে তিনি জানান। ওই দিনই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন সফিয়ার।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক আব্দুর রউপ বলেন, মামলা দায়ের হওয়ার পর টাকা উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। এ সময় ভূমি কার্যালয়ের কয়েক জনের উপর নজরদারি রাখা হয়। প্রথমে নৈশ্প্রহরী রানা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়।

“পরে অফিস সহায়ককে তুষার চন্দ্র দেবকে গ্রেপ্তার করে তার কাছে থাকা চুরির ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।”

বৃহস্পতিবার দুপুরেতুষারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আদেন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।