২০১৩ সালে যুব টেস্ট অভিষেকে সেঞ্চুরির পর স্বীকৃত ক্রিকেটের আর কোনো পর্যায়ে সেঞ্চুরি করতে পারেননি মিরাজ। সেই তিনিই বৃহস্পতিবার অসাধারণ এক সেঞ্চুরি উপহার দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।
দিনের খেলা শেষে মিরাজ জানালেন, চমকে দিয়েছেন তিনি নিজেকেও। তবে তার ওপর বিশ্বাস ছিল প্রথম কোচের।
“খুব ভালো লাগছে। এরকম একটা সেঞ্চুরি আসলে অবিশ্বাস্য। আমার নিজের কাছে ভালো লাগছে।”
“খেলা শুরুর আগে আমার প্রথম কোচ আল মাহমুদ খুলনা থেকে ফোন করে বলেছিলেন, আমার কাছ থেকে একটা সেঞ্চুরি দেখতে চান। কিন্তু আমার নিজের বিশ্বাস হচ্ছিল না। ৮ নম্বরে নেমে ওখানে কীভাবে সেঞ্চুরি করা সম্ভব! তিনি আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, ‘তুই যদি ভালো করে খেলতে পারিস, করতে পারবি।’ কিন্তু আমার ভেতর বিশ্বাস আসছিল না।”
১০৩ রানের এই ইনিংসে নিজেকেও নতুন করে চিনেছেন মিরাজ। লোয়ার অর্ডারে ব্যাট করেও বড় কিছু করা সম্ভব, এই বিশ্বাস এখন পাচ্ছেন তিনি।
“এখন তো মনে হচ্ছে ব্যাটসম্যান যদি ভালো খেলে, বোলাররা যদি সমর্থন দেয়, তাহলে ভালো রান করা, সেঞ্চুরি করা সম্ভব।”