বৃহস্পতিবার চট্টগ্রামের পূর্ব বাকলিয়া এলাকায় বিএম ডাইয়িং
অ্যান্ড থ্রেড ফ্যাক্টরিতে পরিচালিত এ অভিযানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া
হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটির ইটিপি বিস্ফোরিত হয়ে বর্তমানে অকার্যকর অবস্থায়
আছে। যেটি তারা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেনি।
ইটিপি অকার্যকর থাকায় প্রতিষ্ঠানটি থেকে নির্গত তরল বর্জ্য
অপরিশোধিত অবস্থায় পাশ্ববর্তী বির্জা খালে পড়ে পরিবেশ দূষণ করছে। পাশাপাশি কারখানাটিতে
আগেও ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে সতর্ক করা হলেও তারা সেটি আমলে না নিয়ে ইটিপি অকার্যকর
রেখে এবং ছাড়পত্র না নিয়ে উৎপাদন পরিচালনা করছে।
অভিযানে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ
সংযোগও বিচ্ছিন্ন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়েজিদ এলাকার বেঞ্জ
ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন
না করার পাশাপাশি বছরে চারবার বায়ুমান পরীক্ষার কথা থাকলেও তা না করে কার্যক্রম পরিচালনা
করে আসছে।
অভিযানে প্রতিষ্ঠানটির কাছ তিন লাখ টাকা জরিমানা আদায় করা
হয়েছে বলে জানানো হয়।