করোনাভাইরাস মহামারীর কারণে বদলে যাচ্ছে বিশ্বের বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানের ধরন। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে টেলিভিশন অনুষ্ঠানের জন্য দেওয়া সম্মানজনক পুরষ্কার গোল্ডেন গ্লোবসের আয়োজনেও এসেছে পরিবর্তন।
মঙ্গলবার আয়োজকদের দেওয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বেভার্লি হিল্স’য়ের হিল্টোন হোটেলে এবার অনুষ্ঠান হবে না গোল্ডেন গ্লোবস।
এর পরিবর্তে, ফেব্রুয়ারির ২৮ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজন নিউ ইয়র্ক থেকে সম্প্রচার করা হবে। নিউ ইয়র্কের রেইনবো রুম থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবেন কমেডি শিল্পী টিনা ফে। অন্যদিকে, বেভারলি হিলসে উপস্থিত থাকবেন তার সহ-সঞ্চালিকা এমি পোলার।
মহামারীর কারণে টেলিভিশনের পাশাপাশি গত বছরে ‘ওয়েব’ মাধ্যমে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ও ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সেটার প্রতিফলনও পড়েছে গোল্ডেন গ্লোবস’য়ে।
বুধবার ঘোষণা করা হয় এই পুরষ্কারের জন্য মনোনিত অনুষ্ঠানের নাম। তাতে দেখা যায় নেটফ্লিক্সের ২০টি ধারাবাহিক মনোনয়ন পেয়ে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের থেকে এগিয়ে আছে।
এছাড়া এটিঅ্যান্ডটি ইন-কর্পোরেট’য়ের এইচবিও সাতটি অনুষ্ঠানের মনোনয়ন পেয়ে রয়েছে দ্বিতীয় সারিতে। আর ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের হুলু টেলিভিশন নেটওয়ার্কের ছয়টি অনুষ্ঠান পেয়েছে মনোনয়ন।
মনোনয় পাওয়া অনুষ্ঠান ও শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হল:
সেরা অভিনেতা: চ্যাডউইক বোজম্যান (মা রাইনি’জ ব্ল্যাক বটম)। রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)। গ্যারি ওল্ডম্যান (মেইঙ্ক), তাহার রাহিম (দ্য মারিটানিয়ান)।
সেরা অভিনেত্রী: ভেনেসা কির্বি (পিসেস অফ এ উইম্যান), ভায়োলা ডেভিস (মা রাইনি’জ ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দি ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ফ্রান্সেস ম্যাকডোর্মাড (নোমাডল্যান্ড), ক্যারি মুলিগান (প্রোমিজিং ইয়ং উইম্যান)।
সেরা পরিচালক: ডেভিড ফিঞ্চার (মেইঙ্ক), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), অ্যারন সরকিন (দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন) এমেরাল্ড ফেনেল (প্রোমিজিং ইয়ং উইম্যান) ক্লোয়ি জাও (নোমাডল্যান্ড)।
সহ-অভিনেতা: জারেড লেটো ( দ্য লিটল থিংস)। বিল মারে (অন দ্য রকস), লেসলি ওডোম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি)। সাচা ব্যারন কোহেন (ওয়ান নাইট ইন মায়ামি), ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসিহা)।
সহ-অভিনেত্রী: জোডি ফস্টার (দ্য মারিটানিয়ান), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), গ্লিন ক্লোস (হিলবিলি এলেজি), অ্যামান্ডা শেফার্ড (মেইঙ্ক), হেলেনা জেঙ্গেল (নিউজ অফ দ্য ওয়ার্ল্ড)।
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): দি ফাদার (সনি পিকচার্স ক্লাসিক), মেইঙ্ক (নেটফ্লিক্স), নোমাডল্যান্ড (সার্চলাইট পিকচার্স), প্রোমিজিং ইয়ং উইম্যান (ফোকাস পিকচার্স), দি ট্রায়াল অফ দি শিকাগো সেভেন (নেটফ্লিক্স)।
সেরা অ্যানিমেইশন: দি ক্রুডস, ওনওয়ার্ড, ওভার দ্য মুন, সৌল, উল্ফওয়াকার্স।