‘দ্য ইকোনোমিক টাইমস’ জানায়, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার প্রবীর রঞ্জন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এফআইআর-এ আমরা কারও নাম নেইনি। টুইটার থেকে ‘প্রতিবাদী টুলকিট’ যারা শেয়ার করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত করে দেখবে।”
১৫৩এ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান প্রবীর।
ভারতের কৃষক আন্দোলন নিয়ে প্রথমে টুইট করে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছিলেন মার্কিন পপ তারকা রিহান্না। তারপরই বিষয়টি নিয়ে টুইট করেন থুনবার্গসহ আরও অনেকে; যা দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছিল ভারত।
কৃষক বিক্ষোভ নিয়ে রিহান্নার টুইট দায়িত্বজ্ঞানহীন: ভারত
কৃষক বিক্ষোভ সামলাতে হিমশিম পুলিশ, দিল্লিতে বন্ধ ইন্টারনেট-মেট্রো
আনন্দবাজার পত্রিকা জানায়, কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে টুইট করেছিলেন থুনবার্গ। ‘হ্যাশট্যাগ ফার্মার্স প্রোটেস্ট’ ব্যবহার করে তিনি টুইট করেন, ‘আমরা কৃষক আন্দোলনের পাশে আছি’। তাছাড়া, ‘কৃষকদের পাশে দাঁড়াতে চাইলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ সমর্থন করুন’ বলেও আরেকটি টুইট করেছিলেন তিনি।
এরপরই থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে বলে গুঞ্জন ওঠে এবং টুইটারেও তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পাওয়া যায়। এরপরই এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেন পুলিশের বিশেষ কমিশনার।