বৃহস্পতিবার
রাতে আওয়ামী
লীগ সভানেত্রীর
রাজনৈতিক কার্যালয়ে
দলের সাধারণ
সম্পাদক ওবায়দুল
কাদেরের সঙ্গে
দেখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
আওয়ামী লীগের
উপ দপ্তর
সম্পাদক সায়েম
খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “আওয়ামী
লীগ সভানেত্রী
ও স্থানীয়
সরকার জনপ্রতিনিধি
মনোনয়ন বোর্ডের
সভাপতি জননেত্রী
শেখ হাসিনার
দেওয়া মুন্সিগঞ্জের
মীর কাদিম
পৌরসভার দলীয়
মনোনীত প্রার্থী
আবদুস ছালামকে
সমর্থন জানিয়ে
শহীদুল ইসলাম
শাহীন নিজের
প্রার্থিতা প্রত্যাহার
করেছেন।”
দেশের অন্য
পৌরসভায়ও বিদ্রোহী
প্রার্থীদের ভোট
থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মিরকাদিম পৌরসভায়
আওয়ামী লীগ
আবদুস ছালামকে
দলীয় মনোনয়ন
দেয়। তাতে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র
প্রার্থী হিসাবে
মনোনয়নপত্র দাখিল
করেন আওয়ামী লীগেরই নেতা শাহীন।
শাহীন বলেন,
“জননেত্রী শেখ
হাসিনার প্রতি
সম্মান দেখিয়ে
আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদেরসহ
সিনিয়র নেতাদের
মধ্যস্থতায় আমি
আমার প্রার্থিতা
প্রত্যাহার করে
নিয়েছি। মীর
কাদিমবাসীর প্রতি
আমার আহ্বান
থাকবে, নৌকার
প্রার্থীদের জেতাতে
আপনারা সভাই
কাজ করুন।
আমিও নৌকার
প্রার্থীর পক্ষে
আছি।”
আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক
আ ফ
ম বাহাউদ্দিন
নাছিম, সাংগঠনিক
সম্পাদক মির্জা
আজম, সাংগঠনিক
সম্পাদক আফজাল
হোসেন, দপ্তর
সম্পাদক বিপ্লব
বড়ুয়া, মুক্তিযুদ্ধ
বিষয়ক সম্পাদক
ও মুন্সিগঞ্জ-৩
আসনের সংসদ সদস্য মৃণাল
কান্তি এসময় উপস্থিত ছিলেন।