বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অগ্নিকাণ্ডের
এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার তুহিনকান্তি।
তিনি বলেন, সদ্য অবসরে যাওয়া সুবেদার ইউনুছ আলীর
ঘরে হঠাৎ করে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি ঘর পুড়ে যায়। এসব ঘরে স্ত্রী-সন্তানদের
নিয়ে থাকতেন ইউনুনছ আলী, কারারক্ষী আশরাফুল আলম, আমিনুর রহমান, সুমন হোসেন, তারিকুজ্জামান
রাসেল ও জিয়াউর রহমান।
আগুন লাগার পরপরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন
জানিয়ে বলেন, কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু
করে। এ সময় আগুন নিয়ন্ত্রণে না আসলে সেখানে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে যোগ
দেয়। তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ঘরগুলোর সব
মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সব ঘরে টিনের বেড়া ও চিনের চাল ছিল বলে তিনি
জানান।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি
তিনি।
যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন
করেছেন।
ক্ষতিগ্রস্ত ইউনুছ আলীর ছেলে সাগর বলেন, “আমি
ঘরের বাইরে ছিলাম। হঠাৎ একটি শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আমরা চিৎকার
করতে থাকি। প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দল এখানে আসে।”
তিনি বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। ঘরে
টিভি, ফ্রিজ যা ছিল সব পুড়ে গেছে।”
কেউ আগুনের কারণ বলতে পারেননি।