ক্যাটাগরি

‘আল্লার দল’র ৫ সদস্য গ্রেপ্তার

তারা হলেন- শেখ কামাল হোসেন (৩৫), সোহেল রানা (৪০),
রবি আহমেদ  পাপ্পু (২৮), মো. খালেকুজ্জামান (৩৭) ও মনিরুজ্জামান মিলন (৪২)।

বৃহস্পতিবার এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
বুধবার তেজগাঁও ফার্মগেইট তেজতুরী বাজার প্যাসিফিক হোমস টাওয়ার নিচতলা থেকে কামাল
ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকার
শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে ১২টি মোবাইল সিম, ভিসা কার্ড ও ৩৭ হাজার
৬২ টাকা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।