ক্যাটাগরি

ভালোবাসা দিবসে শিলা দেবীর ‘মরীচিকা’

সিলন টি-এর সৌজন্যে নির্মিত এই মিউজিক ভিডিওটি ১০ ফেব্রুয়ারি রিলিজ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গানটির কথা, সুর ও কম্পোজিশন করেছেন অটামনাল মুন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জুয়েল পাইকার।

এটি ছাড়াও ভালোবাসা দিবসে আরও দুটি গান নিয়ে আসছে শিলা দেবী।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত, পরিচালক আনিস রহমানের ‘রুপার জামদানি’ নাটকে গেয়েছেন শিলা দেবী।

নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায়। গানটি লিখেছেন জয়ন্ত কর্মকার। সুর ও সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল।

এছাড়া জয়ন্ত কর্মকারের লেখা ও  সঙ্গীত পরিচালক বর্ণের কম্পোজিশনে ‘বরষা’ শিরোনামে আরও একটি গান আসছে এবারের ভালোবাসা দিবসে।