ক্যাটাগরি

নওগাঁয় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

শুক্রবার সকালে উপজেলার ভাটকৈ গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।

মহাতাব খাঁ ওরফে রানা (২৯) নামের এই যুবক ভাটকৈ স্কুলপাড়া গ্রামের হবিবর রহমান খাঁর ছেলে।

রানার বাবা হবিবর রহমান খাঁ বলেন, সাত বছর বয়স থেকে তার ছেলে মৃগী রোগে ভুগছিলেন। সকালে বাড়ি থেকে ভাটকৈ বাজারে যান ছেলেটি। সেখানে তিনি এই রোগে আক্রান্ত হন। স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে রানা সুস্থ হন।

“কিন্তু বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় সে। স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।”

খবর পেয়ে তারা পুকুর থেকে রানার মৃতদেহ উদ্ধার করেন বলে জানান।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, “রানার মৃত্যুর খবরটি তার পরিবারের লোকজনের কাছ থেকে আমি শুনেছি। তবে এই বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।”