ক্যাটাগরি

মার্কিন পেটেন্ট প্রাপ্তিতে শীর্ষে আইবিএম-স্যামসাং

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, মার্কিন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের তথ্যমতে গত বছর আট হাজার ৫৩৯টি পেটেন্ট অনুমোদন পেয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি, যা এক বছর আগের চেয়ে এক শতাংশ কম৷

এই নিয়ে ১৪ বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে দক্ষিণ কোরীয় স্যামসাং গ্রুপ৷

এদিকে পাঁচ হাজার ১১২টি পেটেন্ট অনুমোদন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আরেক দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান এলজি গ্রুপ৷ এক বছর আগের চেয়ে গত বছর প্রতিষ্ঠানটির পেটেন্ট অনুমোদন বেড়েছে চার শতাংশ৷ জাপানি প্রযুক্তি জায়ান্ট ক্যানন রয়েছে এলজির পরেই তিন হাজার ছয়শ’ ৮৯টি পেটেন্ট নিয়ে।

মার্কিন পেটেন্ট অনুমোদন তালিকায় নয় হাজার ৪৩৫টি পেটেন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আইবিএম৷ এক বছর আগেও শীর্ষ স্থানে ছিলো প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি৷

তালিকায় ক্যাননের পরে তিন হাজার ২৮৪টি পেটেন্ট নিয়ে চতুর্থ ইনটেল, তিন হাজার ২১৩টি পেটেন্ট নিয়ে পঞ্চম রেইথিওন টেকনোলজিস, তিন হাজার ১৭৮টি পেটেন্ট নিয়ে ষষ্ঠ হুয়াওয়ে এবং দুই হাজার ৯৭২টি পেটেন্ট নিয়ে সপ্তম মাইক্রোসফট৷

গত বছর দুই হাজার ৮৪০টি পেটেন্ট অনুমোদন পেয়েছে অ্যাপল, যা এক বছর আগের চেয়ে ১২ শতাংশ বেশি৷ এতে তালিকায় ১৪ থেকে ১১ নম্বরে উঠে এসেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি৷