ক্যাটাগরি

চবির অধ্যাপক কামরুল হুদার মৃত্যু

শুক্রবার রাত সাড়ে
১০টার দিকে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে উদ্ভিদ
বিভাগের সভাপতি ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “গত ২৭ জানুয়ারি নগরীর সিআরবিতে চলন্ত রিকশা উল্টে বাম পায়ের হাঁটুতে
চোট এবং মাথার বামপাশে আঘাত পান স্যার। পরে স্যারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের
নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।

“পরবর্তীতে শারীরিক
অবস্থা অবনতির দিকে গেলে ২৯ জানুয়ারি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে
উনাকে ভর্তি করা হয়। সেখানে বাম পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করার পর তিনি
কিছুটা সুস্থ হলেও শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে স্যার মারা গেছেন।”

অধ্যাপক কামরুল হুদার
বয়স হয়েছিল ৫১ বছর। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

কামরুল হুদার মৃত্যতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং কর্মকর্তা সমিতি শোক জানিয়েছে।