ক্যাটাগরি

যশোরে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে পড়ল রাস্তার ওপর

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি ‘যানবাহনের’
ধাক্কায় একটা খুঁটি ভাঙার পর অন্য দুটি খুঁটে ভেঙে যায়। তবে পুলিশ বাসের ধাক্কার অভিযোগ
পায়নি বলে জানিয়েছে।

এলাকাবাসীয় অভিযোগ, ফাটল ধরার পর তারা
জানালেও সংস্কারের উদ্যোগ নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন
চৌধুরী বলেন, শনিবার বেলা ২টার দিকে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কের ওপর
পল্লী বিদ্যুতের একটা খুঁটি হঠাৎ করে ভেঙে পড়ে। সাথে সাথে তার দুই পাশে আরও দুটি খুঁটি
ভেঙে পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে মহসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
তীব্র যানজট সৃষ্টি হয়।

নওয়াপাড়ার দোকানিদের অভিযোগ, ফেরিঘাট
এলাকার খুঁটিটি দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও
কর্তৃপক্ষ উদ্যোগ নেয়নি। তার ফলে এই দুর্ঘটনা ঘটল।

পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া অঞ্চলের
ডিজিএম আবদুল্লাহ আল মামুন বলেন, “যানবাহনের ধাক্কায় একটি খুঁটি ভেঙে পড়ার কারণে অপর
দুটি খুঁটিও ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করছি
সন্ধ্যার পরপরই তা মেরামত করা সম্ভব হবে।”

তবে পুলিশ যানবাহনের ধাক্কার অভিয়োগ পায়নি
বলে জানিয়েছেন ওসি শাহাবুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “কোনো ধরনের যানবাহনের ধাক্কায়
খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাইনি।”

প্রায় তিন ঘণ্টা পর খুঁটিগুলো রাস্তা
থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তার আগে বাইপাস সড়ক দিয়ে যান চলাচল করলেও
যানজট লাগে বলে তিনি জানান।