প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৫৫৫ রান। এখন পর্যন্ত ভারতের মাটিতে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান। ডম বেস ২৮ ও জ্যাক
লিচ ৬ রানে
ব্যাট করছেন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মাস্টারক্লাস ইনিংসে নিজেকে মেলে ধরা রুট শনিবার থামেন
২১৮ রানে। ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নিজের শততম
টেস্টে করেন ডাবল
সেঞ্চুরি।
এই ইনিংসের পথে রুট স্পর্শ করেছেন রেকর্ডের আরও কয়েকটি পাতা। অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংলিশদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন তিনি।
ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ইংলিশ
ব্যাটসম্যান রুট, অধিনায়ক হিসেবে প্রথম। তার ইনিংসটি ভারতে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
তিন উইকেটে ২৬৩ রান নিয়ে দিন শুরু
করে ইংল্যান্ড। এদিন শুরুতে নিজেকে কিছুটা গুটিয়ে নেন রুট। কেবল সঙ্গ
দিয়ে যান দলে ফেরা বেন স্টোকসকে। দুইজনে গড়েন
১২৪ রানে জুটি,
যেখানে বেশিরভাগ রানই স্টোকসের।
দিনের দ্বিতীয় ঘণ্টায় ২৬০ বলে দেড়শ স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক। স্টোকস ৭৩ বলে করেন
ফিফটি। এই দুইজনের ব্যাটে বিপদ ছাড়াই
প্রথম সেশন কাটিয়ে দেয় ইংল্যান্ড।
স্টোকসের বিদায়ে দ্বিতীয় সেশনে
ভাঙে এই দুইজনের জুটি। মাঝে দুইবার জীবন পাওয়া ইংলিশ
অলরাউন্ডার থামেন শাহবাজ নাদিমকে স্লগ-সুইপ
করতে গিয়ে লং লেগে ধরা পড়ে। শেষ হয় তার ১১৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রানের ইনিংস।
অলি পোপকে নিয়ে এগোতে
থাকেন রুট। বাড়াতে থাকেন
দলের রান। দুজনের ব্যাটে ইংল্যান্ড পায় ৮৬ রান। এর মাঝেই ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কায় উড়িয়ে ৩৪১ বলে রুট পা রাখেন
কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরিতে।
সবশেষ তিন টেস্টে ইংলিশ
অধিনায়কের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে পঞ্চম। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিতে অ্যালিস্টার কুকের সঙ্গে
যৌথভাবে আছেন দুইয়ে। ইংলিশদের সবচেয়ে বেশি ডাবল
সেঞ্চুরি ওয়ালি হ্যামন্ডের, ৭টি।
অশ্বিনের বলে পোপ ৩৪ রানে ফেরেন এলবিডাব্লিউ হয়ে। পরের ওভারেই নাদিমের শিকার রুট। শেষ হয় তার প্রায় নয় ঘণ্টা, ৩৭৭ বলের লড়াই। সফরকারী অধিনায়কের ইনিংসে ১৯টি চার ও দুটি ছক্কা।
এরপর প্রতিরোধ গড়েন জস বাটলার ও বেস। তাদের
৪৮ রানের জুটি
ভাঙেন ইশান্ত শর্মা। বাটলারকে বোল্ড করার পর একইভাবে অভিজ্ঞ এই পেসার বিদায় করেন
জফ্রা আর্চারকেও।
দিনের শেষ বেলায় দলকে
আর বিপদে পড়তে
দেননি বেস ও জ্যাক লিচ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮০ ওভারে ৫৫৫/৮ (আগের দিন ২৬৩/৩) (রুট ২১৮, স্টোকস ৮২, পোপ ৩৪, বাটলার ৩০, বেস ২৮*,
আর্চার ০, লিচ ৬*; ইশান্ত ২৭-৭-৫২-২, বুমরাহ ৩১-৪-৮১-২, অশ্বিন ৫০-৫-১৩২-২, নাদিম ৪৪-৪-১৬৭-২, সুন্দর ২৬-২-৯৮-০, রোহিত ২-০-৭-০)।