ক্যাটাগরি

হাঁটুর অস্ত্রোপচারে ‘৬-১০ সপ্তাহ’ মাঠের বাইরে রামোস

গত মাসের মাঝামাঝি হওয়া স্প্যানিশ সুপার কাপের
সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর থেকে কোনো ম্যাচ খেলেননি রামোস।
৩৪ বছর বয়সী এই ফুটবলার গত বুধবার অবশ্য অনুশীলনে ফিরেছিলেন। তবে পুরোপুরি সুস্থ
হতে অস্ত্রোপচারের বিকল্প ছিল না।

এক বিবৃতিতে শনিবার তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কথা
জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেরে উঠতে ৬ থেকে ১০ সপ্তাহ
সময় লাগতে পারে।

সেক্ষেত্রে আগামী ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ
ষোলোর প্রথম লেগে আতালান্তার বিপক্ষে এবং বাকি লা লিগা মৌসুমে বেশিরভাগ ম্যাচে
তাকে পাবে না রিয়াল। 

২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগের তিনে থাকা জিনেদিন
জিদানের দল বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায় ওয়েস্কার বিপক্ষে খেলবে। এক ম্যাচ
কম খেলে তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের সমান
পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।