ক্যাটাগরি

‘নারী উন্নয়নে ভূমিকায়’ শিরীন শারমিনের আরেক পুরস্কার

বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস
কাউন্সিল অব দা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার
আয়োজিত ‘এশিয়ান উইমেন অন্ট্রাপ্রেনিওরস সামিট ২০২১’- এ স্পিকারকে এ পুরস্কার দেওয়া
হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নারী উন্নয়নে
দীর্ঘ দিন কাজ করার স্বীকৃতি স্বরূপ স্পিকার শিরিন শারমিনকে এই সম্মাননা দেওয়া হয়৷
উইমেন ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হারবিন আরোরা স্বাক্ষরিত চিঠিতে এ পুরস্কারের
বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

৬-৭ ফেব্রুয়ারি দুই
দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে স্পিকার শিরিন শারমিন ভার্চুয়ালি
যুক্ত হন।

উইমেন্স ইন্ডিয়ান চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসিআই) ১২০টি দেশের প্রায় আড়াই লাখ সদস্যদের
মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠনে কাজ করছে।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট
মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, চিলির প্রেসিডেন্ট
মিশেল ব্যাচেলেট, কিরগিজস্তানের প্রেসিডেন্ট রোযা ইসাকোভনা ওতুনবায়েভা, যুক্তরাজ্যের
চেরি ব্লেয়ার, নোবেল বিজয়ী তিউনিসিয়ার ওয়েদেদ বৌসামেউই, নোবেল বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা
মেন্সুসহ অনেককে এই পুরস্কার দেওয়া হয়।