ক্যাটাগরি

হেরেই চলেছে আরামবাগ

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ৪-১ গোলে জিতে রহমতগঞ্জ। দুটি করে হার ও ড্রয়ের পর জয় পেল তারা।

চতুর্থ মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে এগিয়ে যায় আরামবাগ। ষোড়শ মিনিটে ক্রিস রেমির গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।

দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করতে থাকে আগের দুই ম্যাচ হেরে আসা আরামবাগ। ৫৩তম মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলটিও করেন মেহেবুব হাসান নয়ন।

৮৬তম মিনিটে কিরগিজস্তানের ফরোয়ার্ড খোরশেদ বেকনাজারভের লক্ষ্যভেদে বড় জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের। ১২ ম্যাচে তিন জয় ও চার ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা।

লিগে এখনও জয়হীন আরামবাগ। টানা তৃতীয় এবং সব মিলিয়ে ১২ ম্যাচে ১১তম হারের তেতো স্বাদ পাওয়া দলটি ১ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের তলানিতে।

১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।