নিজেদের মাঠে শনিবার লিগ ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে
শিরোপাধারীরা। ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসকে এগিয়ে নেওয়ার পর আত্মঘাতী গোল
করেন রোমার ইবানেস।
ত্রয়োদশ মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটেই সাফল্য পায়
ইউভেন্তুস। বাঁ দিকে একজনকে কাটিয়ে আলেক্স সান্দ্রোর পাস খুঁজে পায় আলভারো
মোরাতাকে। স্প্যানিশ ফরোয়ার্ডের বাড়ানো বল ডি-বক্সের মাথায় পেয়ে বাঁ পায়ের শটে
ঠিকানা খুঁজে নেন শুক্রবার ৩৬তম জন্মদিন পালন করা রোনালদো।
আসরের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল হলো ১৭ ম্যাচে ১৬টি।
গত মঙ্গলবার ইতালিয়ান কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে
পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ডি-বক্সে
রোনালদোর শটে বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে ফেরে।
বিরতির আগে পর্তুগিজ ফরোয়ার্ডের আরেকটি শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক পাউ
লোপেস।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকা রোমার গোলের উদ্দেশে নেওয়া
চার শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। এই সময়ে স্বাগতিকদের তিন শটের দুটি ছিল লক্ষ্যে।
৬৯তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
ইবানেস। দেজান কুলুসেভস্কির গোলমুখে বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে
পাঠান তিনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা।
পুরো ম্যাচে গোলের উদ্দেশে রোমা শট নেয় ১৪টি, এর তিনটি ছিল
লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে পিরলোর দল অবশ্য একটি শটও নিতে পারেনি।
২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে
ইউভেন্তুস। এক ম্যাচ বেশি খেলা রোমা ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে।
২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। এক ম্যাচ
বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।