ক্যাটাগরি

সুযোগ হাতছাড়ার প্রথম ঘণ্টায় বাংলাদেশের হতাশা

চট্টগ্রাম টেস্টের শেষ দিন সকালে প্রথম পানি পানের বিরতির আগে কোনো উইকেট
নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৪৯।

প্রথম ঘণ্টায় ১৮ ওভারে ৩৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে রান তো ক্যারিবিয়ানদের
কাছে গুরুত্বপূর্ণ নয়। উইকেট ধরে রাখার লড়াইয়ে ঠিকই সফল তারা।

দুই অভিষিক্ত বনার ও মেয়ার্সের জুটির রান ৯০ । বাঁহাতি মেয়ার্স খেলছেন ৬০
রানে, বনার অপরাজিত ২৬।

জুটি ভাঙার তিনটি পরিস্কার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মেয়ার্সের ৪৭
রানের তাইজুল ইসলামের বলে জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ নেয়নি রিভিউ।
টিভি রিপ্লেতে দেখা যায়, বল লাগছিল স্টাম্পে।

মেয়ার্সই একটু পর জীবন পান ৪৯ রানে। মেহেদি হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ
নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। যদিও সুযোগটি ছিল কঠিন। জীবন পাওয়ার বলেই মেয়ার্স
পূরণ করেন ফিফটি।

আউট হতে পারতেন বনারও। নাঈম হাসানের একটি তীক্ষ্ণ টার্ন করা বলা লাগে বনারের
প্যাডে। এবারও রিভিউ নেয়নি বাংলাদেশ। বনার বেঁচে যান ২৫ রানে।

উইকেটে টার্ন মিলছে ভালোই, বাউন্স অসমান। ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ভোগান্তিতেও
পড়েন কয়েকবার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার মতো যথেষ্ট ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের
স্পিনাররা।

সংক্ষিপ্ত স্কোর
 :

বাংলাদেশ ১ম ইনিংস
:

৪৩০

ওয়েস্ট ইন্ডিজ ১ম
ইনিংস : ২৫৯

বাংলাদেশ ২য় ইনিংস
:

২২৩/৮

ওয়েস্ট ইন্ডিজ ২য়
ইনিংস :
(লক্ষ্য ৩৯৫, আগের দিন ১১০/৩) ৫৮ ওভারে ১৪৯/৩ (বনার ২৬*, মেয়ার্স ৬০৭*;
মুস্তাফিজ ৪-১-১৪-০, তাইজুল ২০-১০-২৩-০, মিরাজ ২৫-৩-৭২-৩, নাঈম ৯-১-৩২-০)।