ক্যাটাগরি

চিত্রপরিচালক খোকনের মৃত্যু

রোববার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরায় নিজের বাসায় তার মৃত্যু হয়েছে বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান।

গুলজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক বছর ধরে এ পরিচালক কিডনির জটিলতায় ভুগছিলেন; উত্তরার একটি বেসরকারি হাসপাতালে কয়েক দফা চিকিৎসা নিয়েছেন। রোববার ভোরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নির্মাণে আত্মপ্রকাশ করেন খোকন।

পরবর্তীতে ১৯৯৭ সালে তার নির্মিত চলচ্চিত্র ‘স্বামী কেন আসামি’ দশকমহলে সাড়া ফেলেছিল; এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, চাঙ্কি পান্ডে, ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরের বছরেই শাবানা, জসিমদের নিয়ে তার নির্মিত আরেক ছবি ‘মেয়েরাও মানুষ’ তাকে পরিচালক হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছিল।

এছাড়াও ‘ঘাত প্রতিঘাত’, ‘স্বপ্নের পুরুষ’, ‘সংসারের সুখ-দুঃখ’, ‘খুনি শিকদার’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’সহ বেশ কয়েকটি হিট চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। 

রোববার যোহরের নামাজের পর জানাজা শেষে খোকনের মরদেহ রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হবে বলে জানান গুলজার।