রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)
কোভিড সেন্টার থেকে তিনি টিকা নেন।
তারপর টিকা নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক সামাদ বলেন,
“সুন্দর পারিবেশ ও
সুশৃঙ্খল ব্যবস্থাপনায় টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
কর্মকর্তা ও কর্মচারীসহ সকল শিক্ষার্থীদের
যাতে টিকা দেওয়া হয়, সেজন্য
সরকারের কাছে অনুরোধ করছি।”
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন,
“টিকা নিতে কয়েকদিন আগেই রেজিস্ট্রেশন
করেছিলাম। আজকে প্রথম দিনে টিকা নিলাম, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই টিকা নিতে উৎসাহ
পায়। সবাইকে কোভিড-১৯ টিকা নেওয়া উচিত, টিকার উপর শতভাগ আস্থা রাখা উচিত।
“টিকা নিলেও আমাদের মাস্ক পড়া এবং সামাজিক
দূরত্ব বজায় রাখতে হবে। যতদিন পর্যন্ত করোনা পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল না হবে,
ততদিন আমাদের এটি মানতে হবে।”