৬ উইকেটে ২৫৭ রানে
তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ওয়াশিংটন সুন্দর ৩৩ ও রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে
ব্যাট করছেন। তাদের সামনে
ফলো অন এড়ানোর চ্যালেঞ্জ। ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে পাঠাতে এখনও
১২২ রান চাই ভারতের।
চেন্নাইয়ে প্রথম টেস্টে তৃতীয় দিন ৫৭৮ রানে
থামে ইংল্যান্ড। দেশটিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
অস্ট্রেলিয়ায় অসাধারণ খেলা রিশাভ
পান্ত ছন্দ ধরে রেখেছেন দেশের
মাটিতেও। এদিন উইকেটে নেমেই বোলারদের ওপর চড়াও হন। সম্ভাবনা জাগান সেঞ্চুরির। ৮৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯১ রানে থামেন এই কিপার-ব্যাটসম্যান। চেতেশ্বর পুজারার ইনিংস
শেষ হয় ৭৩ রানে।
দারুণ অফ স্পিনে ৫৫ রানে ৪ উইকেট
নেন বেস। শ্রীলঙ্কা সফরে তিনি ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
৮ উইকেটে ৫৫৫ রান নিয়ে রোববার দিন শুরু করা ইংল্যান্ড এদিন টিকে কেবল
১০ ওভার। ৩৪ রান করা বেসকে এলবিডাব্লিউ করেন জাসপ্রিত বুমরাহ। জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে সফরকারীদের ইনিংসের ইতি টানেন অশ্বিন।
ইংল্যান্ডের পাহাড়সম রানের সামনে
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। চতুর্থ ওভারেই হারায় রোহিত
শর্মাকে। আর্চারের দুর্দান্ত ডেলিভারিতে উইকেটের পেছনে ধরা পড়েন এই ওপেনার।
শট খেলতে থাকা শুবমান গিলও আর্চারের শিকার। ২৮ বলে ৫ চারে
২৯ রান করা এই ব্যাটসম্যান বিদায় নেন ওয়াইড মিড-অনে থাকা অ্যান্ডারসনের দুর্দান্ত ডাইভিং ক্যাচে।
এরপরই বেসের ছোবল। থিতু হয়ে যাওয়া বিরাট কোহলিকে দিয়ে শুরু করেন
শিকার। পরের ওভারে
ইংলিশ অফ স্পিনার বিদায় করেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে।
ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে
উদ্ধার করতে পাল্টা আক্রমণ শুরু করেন
পান্ত। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিয়ে
যান পুজারা। দুজনে এগিয়ে
নিতে থাকেন দলের
রান।
১০৬ বলে ফিফটি তুলে
নেন পুজারা। পান্তের ফিফটি
আসে ৪০ বলে। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৪৩ বলে ১১ চারে ৭৩ রান করা পুজারার আউটে ভাগ্যেরও একটু সহায়তা পেয়েছে ইংল্যান্ড।
বেসকে পুল করেন পুজারা। শর্ট লেগে থাকা অলি পোপের কাঁধে লেগে
বল ভাসতে থাকে
হাওয়ায়। শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ লুফে
নেন ররি বার্নস। ভাঙে ১১৯ রানের জুটি।
কয়েক ওভার পর ফিরে
যান পান্তও। বেসকে উইকেট
থেকে বেরিয়ে এসে মারতে গিয়ে ধরা পড়েন ডিপ কাভারে। ভারত কিপার-ব্যাটসম্যানের ঝড়ের বেশিরভাগই বয়ে যায় জ্যাক
লিচের ওপর দিয়ে। নিজের
ইনিংসের পাঁচটি ছক্কাই মারেন ইংল্যান্ড বাঁহাতি স্পিনারকে।
দিনের বাকি সময় দেখেশুনেই কাটিয়ে দেন সুন্দর ও অশ্বিন। ১৭ ওভার
খেলে দলকে আর বিপদ পড়তে দেননি
দুইজন। পরের দিন তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৯০.১ ওভারে
৫৭৮ (আগের দিন ৫৫৫/৮) (বেস ৩৪, লিচ ১৪*,
অ্যান্ডারসন ১; ইশান্ত ২৭-৭-৫২-২, বুমরাহ ৩৬-৭-৮৪-৩, অশ্বিন ৫৫.১-৫-১৪৬-৩, নাদিম ৪৪-৪-১৬৭-২, সুন্দর ২৬-২-৯৮-০, রোহিত ২-০-৭-০)।
ভারত ১ম ইনিংস: ৭৪ ওভারে ২৫৭/৬ (রোহিত ৬, গিল ২৯, পুজারা ৭৩, কোহলি ১১, রাহানে ১, পান্ত
৯১, সুন্দর ৩৩*,
অশ্বিন ৮*; অ্যান্ডারসন ১১-৩-৩৪-০, আর্চার ১৬-৩-৫২-২, স্টোকস ৬-১-১৬-০, লিচ ১৭-২-৯৪-০, বেস ২৩-৫-৫৫-৪)।