ক্যাটাগরি

৪০তম বিসিএসের খাতা পুনর্মূল্যায়নের দাবি

সোমবারের
মধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সাড়া না দিলে মঙ্গলবার শাহবাগ মোড়ে
অনশনে বসার হুমকি দিয়েছেন তারা।

রোববার
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান
তারা।

চলতি বছর
২৭ জানুয়ারি ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন
পাস করেছেন। মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

অনুত্তীর্ণরা
জানান, প্রায় এক হাজার পরীক্ষার্থী
খাতা পুনর্মূল্যায়নের পক্ষে। তাদের অনেকে পূর্বের বিসিএসে উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার
পদের জন্য সুপারিশ পেয়েছেন।

লিখিত
বক্তব্যে বলা হয়, ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল ঘোষণার কথা ছিল। কিন্তু পরীক্ষার
খাতায় ওএমআর ওভারলেপিং অথবা যান্ত্রিক ক্রটির কারণে ৮ হাজার পরীক্ষার্থীর খাতা
পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি।

“অল্পদিনেই
সেই খাতা পুনর্মূল্যায়ন করে তড়িঘড়ি করে ফল প্রকাশ করা হয়। এতে অনেক ভালো ফল
প্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে।”

অনুত্তীর্ণ
পরীক্ষার্থীদের পক্ষে ৪০তম বিসিএস পরীক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন,
“৪০তম বিসিএস আমাদের অনেকের জীবনের শেষ বিসিএস, কারিগরি ত্রুটির কারণে আজ আমাদের বিসিএস
ক্যাডার হওয়ার স্বপ্ন ধুলিস্যাৎ। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট আমাদের আবেদন
ত্রুটিপূর্ণ ফল পুনর্মূল্যায়ন করে আমাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিন।

“অন্যথায়
মঙ্গলবার থেকে আমরা অনশন কর্মসূচিতে যাব।”