উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে রোববার
বিভিন্ন সময় তারা নিহত হন বলে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটব
সিকদার জানিয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া
গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০), রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল
কালাম আজাদের মেয়ে তানিয়া (২০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের তৌফিক
আহমেদ শুভ (২৬)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া
এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী শুভ আহত হন। ফায়ার সার্ভিসকর্মীরা
তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
এছাড়া বিকেল ৩টার দিকে ব্রাহ্মণকান্দা বাজার এলাকায়
ভানু বেগম রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই
তিনি মারা যান বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
তিনি বলেন, তানিয়া তার দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে
করে মধুখালী থেকে বাড়ি ফেরার সময় সরকারি আইনউদ্দিন কলেজের সামনে মোটরসাইকেল থেকে
পড়ে ঘটনাস্থলেই নিহত হন।