ক্যাটাগরি

পটুয়াখালীতে তরুণকে ‘অপহরণ করে বেঁধে নির্যাতন’

মহিপুর
থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রায়হান আহমেদ (২২) নামে এক তরুণকে অপহরণের পর
বেঁধে মারধরের একটি ভিডিও দেখেছেন তারা। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।।

রায়হান
মহিপুর থানার মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

ওসি
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হানের বাবা পাঁচজনের নাম উল্লেখ
করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

পুলিশ
জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বরগুনার তালতলিতে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে
বের হওয়ার পর নিখোঁজ হন রায়হান। সন্ধ্যায় তার স্ত্রী ফোন করলে অপর প্রান্ত থেকে
ধস্তাধস্তির শব্দ শুনতে পান। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে অনেক
খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। রাতে তার বাবা ফেইসবুকে একটি ভিডিও
দেখতে পান।

ভিডিওতে
দেখা গেছে, রায়হানকে দুইজন বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে পেটাচ্ছে। একজনকে বলতে শোনা যাচ্ছে,
‘তুই এখানে এক বছর এক মাস এভাবে থাকবি।”

তাছাড়া
তাকে গালাগাল করতেও শোনা গেছে ভিডিওতে।

ওসি
মনিরুজ্জামান বলেন, “পরিবার দাবি করেছে, অপহৃত হওয়ার সময় রায়হানের সঙ্গে এক লাখ
টাকা, মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিল।

“পুলিশ
ভিডিও দেখে অপহরণকারীদের ধরার পাশাপাশি রায়হানকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।”