ক্যাটাগরি

নির্মাণাধীন ভবনের ইট মাথায় পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

রুনা বেগম নামের ২২ বছর বয়সী ওই তরুণী স্থানীয় মোল্লা গার্মেন্টস কারখানায় কাজ করতেন। স্বামী মো. শাহিন ও ছেলেকে নিয়ে কোনাপাড়ার মমিনবাগে তিনি থাকতেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানীতে।

বাচ্চু মিয়া বলেন, শাহিন সকালে রুনাকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু বলেন, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির নির্মাণাধীন চারতলা ভবনের ওপর থেকে একটি ইট রুনার মাথায় পড়ে।

গুরুতর আঘাত পেয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন শাহিনকে খবর দেন।

ময়নাতদন্তের জন্য রুনার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।