কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জেতে তাইগ্রেস। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দেন ফরাসি স্ট্রাইকার আন্দ্রে-পিয়ারে জিনিয়াক।
উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিত্ব করা দলটি ফাইনালে খেলবে সোমবারের দ্বিতীয় সেমি-ফাইনালে বিজয়ী দলের বিপক্ষে। যেখানে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ মিশরের দল আল আহলি।
ফাইনাল হবে আগামী বৃহস্পতিবার।