কূটনীতিকদের উদ্দেশে বার্ষিক ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ড’ ভাষণে পোপ সোমবার এ আহ্বান জানান।
মিয়ানমারে একসপ্তাহ আগে সেনাবাহিনী নির্বাচিত নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে রাস্তায় তৃতীয়দিনের মতো গণবিক্ষোভ চলতে থাকার মধ্যেই পোপ এ আহ্বান জানালেন।
তিনি বলেন,“গত সপ্তাহের অভ্যুত্থানের কারণে মিয়ানমারে সাম্প্রতিক কয়েক বছরের গণতান্ত্রিক পথযাত্রা হঠাৎ করেই থমকে গেছে।”
“রাজনৈতিক সব নেতারা হয়েছেন কারারুদ্ধ। দেশের ভালর জন্য আন্তরিক একটি সংলাপ প্রক্রিয়ার উদ্যোগ নেওয়ার লক্ষণ দেখিয়ে তাদেরকে দ্রুতই মুক্তি দেওয়া হবে বলে আমি আশা করি।”
২০১৭ সালে মিয়ানমার সফর করেছেন পোপ। তার কথায় দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। মিয়ানমারের জনগণের সঙ্গে একাত্মতাও প্রকাশ করেছেন তিনি।
পোপ বলেন, “এই নাজুক পরিস্থিতিতে আমি মিয়ানমারের জনগণের সঙ্গে একাত্মবোধ করছি। তাদের জন্য প্রার্থনা করছি।” মিয়ানমারের দায়িত্বে থাকা লোকজনকে দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।