সোমবার দুপুর পর্যন্ত
সেখানে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।
চট্টগ্রামের সিভিল
সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিবন্ধনকারীদের মধ্যে
২৩ হাজার ৬৩৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা ১৪ উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার জন্য
এখন পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে এক লাখ ৫৪ হাজার টিকা নগরীর
বাসিন্দারা পাবেন। বাকি টিকা ১৪টি উপজেলায় পাঠানো হয়েছে।
ডা. ফজলে রাব্বি জানান,
সোমবার দ্বিতীয় দিনে নগরীতে এক হাজার ৪৬৮ জন এবং উপজেলাগুলোতে মোট এক হাজার ২১০ জন
করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দুই দিনে চট্টগ্রামে মোট তিন হাজার ৮৮৮ জন টিকা নিয়েছেন।
এখন ৪০ বছর এবং তার
চেয়ে বেশি বয়সীদের সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারছেন বলে জানান তিনি।
এর আগে গত রোববার সকালে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের
টিকা নেওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসের টিকাদান শুরু হয়।
এদিকে চট্টগ্রাম জেলায়
সর্বশেষ ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবে এক হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনাভাইরাস
পজিটিভ এসেছে। এদের মধ্যে নগরীর ৭২ জন এবং উপজেলার বাসিন্দা আটজন।
জেলা সিভিল সার্জন
কার্যালয়ের তথ্য মতে, শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৩ হাজার ৫২৪ জনের করোনাভাইরাস
শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৬৯ জনের মৃত্যু হয়েছে।