বুধবার
সকাল থেকে বিকেল পর্যন্ত ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা থেকে এ অবৈধ গ্যাস
লাইনের পাইপ উচ্ছেদের পাশপাশি আনুমানিক ২৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ফেনী
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভুঁঞা এবং জেলা প্রশাসনের
সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে চলা
ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ চালায়।
বাখরাবাদ
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয়) মো. সাহাব উদ্দিন
জানান, অভিযানে ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির আহম্মদের বাড়ির
সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া
সাড়ে তিন কিলোমিটার পাইপ লাইন, ৪২টি রাইজার উচ্ছেদ-জব্দ এবং প্রায় ২৫০টি চুলার
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনীর আঞ্চলিক ব্যবস্থাপক (রাজস্ব ও হিসাব) মো. আবুল
বাসার ভুঁঞা জানান, ২০১৮ সালে এক অভিযানে এসব এলাকায় অবৈধ গ্যাস পাইপ লাইন, রাইজার
উচ্ছেদ এবং চুলার সংযোগ বিছিন্ন করা হয়েছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহলের
ছত্রছায়ায় আবারও অবৈধ পাইপ লাইনের সংযোগ নেয়।