গত ড্রাফটের মতো এবারও ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব ও তামিম।
তাদের সঙ্গে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় আছেন বাবর আজম, কুইন্টন ডি কক, লকি ফার্গুসন,
জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নার।
গত ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ নাম
লিখিয়েছিলেন বাংলাদেশের ১১ জন ক্রিকেটার।
ড্রাফট থেকে এবার দল পাবেন মোট ৩৫ জন ক্রিকেটার। সেখানে ২৮ জন স্থানীয় কোটায়,
আর ৭ জন বিদেশি কোটায়। বিদেশি কোটার জন্য নাম দিয়েছেন ২৫২ জন ক্রিকেটার।
গত বছরই হওয়ার কথা ছিল ইংল্যান্ডের নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট। ২০১৯ সালের
অক্টোবরে ড্রাফট হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় প্রথম আসর। অবশেষে
আগামী জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে আলোচিত এই টুর্নামেন্ট।
ফ্র্যাঞ্চাইজিগুলোকে গত আসরের স্কোয়াড থেকে ইচ্ছেমত ক্রিকেটার ধরে রাখার
সুযোগ করে দিয়েছে ইসিবি। সব দলই তাই প্রায় গুছিয়ে ফেলেছে তাদের স্কোয়াড।
আগামী সোমবার ড্রাফট অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। পরদিনই জানিয়ে দেওয়া হবে
দল পাওয়া ক্রিকেটারদের নাম।