ক্যাটাগরি

মহামারীতে ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারি প্রণোদনা পাবেন বিকাশে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৫৭ হাজার ৫০০ জন খামারির জন্য ৫৬৮ কোটি টাকার প্রণোদনা বিতরণ করা হবে।

এর মধ্যে চার লাখ উপকারভোগীর প্রণোদনা পৌঁছে দেওয়া হবে মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশের মাধ্যমে।

বুধবার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে খামারিদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রণোদনা পৌঁছানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।