ক্যাটাগরি

নড়াইলে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

বৃহস্পতিবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায়ে
একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ
দিয়েছেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত ফোরকান উদ্দিন শাকিল (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার
গোপীনাথপুরে ভাড়া বাসায় থেকে উপজেলা সদরের এক রোস্তোরাঁর বাবুর্চির কাজ করতেন।
পিরোজপুর সদরের তেজদাশকাটি গ্রামের তোফায়েল উদ্দিন খানের ছেলে তিনি।

রায় ঘোষণার সময় ফোরকান আদালতে উপস্থিত ছিলেন জানিয়ে নড়াইল জজ আদালতের
পিপি এমদাদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে
নড়াইলের গোপীনাথপুর এলাকায় বসত বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে ফোরকান উদ্দিন শাকিল
স্ত্রী মর্জিনা খানম বিথীকে (২৫) কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মজিবর রহমান বাদী হয়ে ফোরকান উদ্দিন শাকিলকে
আসামিকে একটি মামলা করেন।

মর্জিনা খানম বিথীর আগেও বিয়ে হয়েছিল জানিয়ে তিনি বলেন, কয়েক বছর আগে
বিথীর সাথে ফোরকানের বিয়ে হয়। বিথীর আগের পক্ষের পাঁচ বছর বয়সী এক সন্তান তাদের
সাথে থাকত।

১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।