আহত মোসা. কুলসুম (১৬) লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেনের মেয়ে। তিনি ওই বাসার গৃহকর্মী।
বৃহস্পতিবার সকালে আমিনুল হক দিদার নামে এক ব্যক্তির বাসায় এ ঘটনা ঘটে বলে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ্ময় বাররী জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “গৃহকর্ত্রী ভাষ্য, রান্নাঘরে ঢুকে কুলসুমকে আহত করে অজ্ঞাতনামারা পালিয়ে যায়। কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির দরজা বা জানালা ভেঙে ভেতরে ঢোকার কোনো আলামত পাইনি।
“ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।”
গৃহকর্ত্রী ফেরদৌসী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কুলসুমকে রান্নাঘরের মেঝেতে ‘অচেতন’ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তার গলার ক্ষত থেকে রক্ত ঝরছিল। তারা তাকে বেলা ১১টার দিকে কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।