কসবা থানার এসআই যুবাইদুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পায়েল (২২), আমজাদ (২২) ও ইকবাল (২৩)।
প্রতীকী ছবি
তাদের মধ্যে পায়েল ও হাসানের বাড়ি কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায়। আর ইকবালের বাড়ি কুটি ইউনিয়নের মাইঝকার গ্রামের রামপুর এলাকায় ও আমজাদের বাড়ি কাইমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে।
এ ঘটনায় আহত ব্যক্তি হাসান (২১)।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চারজন পানিয়ারূপ গ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক্টর মোটার সাইকেলটিকে চাপা দিলে চারজনই আহত হয়।
“পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।”
কসবা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।