শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
এ ঘটনায় শিশুর বাবা বৃহস্পতিবার রাতে আত্রাই থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটিকে নিয়ে তার মা লাকবাড়ি গ্রামে বাবার বাড়ি ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি বিকালে শিশুটির এক মামাত ভাই তাকে ধর্ষণ করে। তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ায় শিশুটি মায়ের সঙ্গে নানাবাড়ি ছিল
ওসি আজাদ বলেন, মামলার পর আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।