ক্যাটাগরি

চট্টগ্রামের নতুন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার

শুক্রবারই তাকে নিয়োগ দেওয়া হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি চট্টগ্রামের জপমালা রানী ক্যাথিড্রাল চার্চে ধর্মীয় উপাসনা খ্রিস্টযোগের মাধ্যমে পোপের ঘোষণাপত্র পাঠ করেন।

গত বছরের ১৩ জুলাই আর্চবিশপ মজেস এম কস্তার মৃত্যুর পর চট্টগ্রামের আর্চবিশপ পদটি খালি ছিল। শুক্রবার এ নিয়োগের মাধ্যমে সুব্রত হাওলাদার চট্টগ্রামের ষষ্ঠ বিশপ ও দ্বিতীয় আর্চবিশপ হিসেবে অধিষ্ঠিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুব্রত হাওলাদার বরিশালের ক্যাথলিক খ্রিস্টানদের ডাইয়োসিসের বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত চট্টগ্রাম ডাইয়োসিসের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর বরিশালের নবগ্রামে জন্ম নেয়া সুব্রত হাওলাদার ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ক্রুশ সংঘের ক্যাথলিক যাজক হিসেবে অভিষেক হয়।