ক্যাটাগরি

ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে এলো ৪কে এইচডিআর 

খবরটি আপাতত সনি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, ৪কে পর্দা রয়েছে এমন স্মার্টফোনের তালিকা করলে তা সনির পণ্য দিয়ে শুরু হবে, শেষও হবে সনির নাম দিয়েই।

এ পদক্ষেপের ফলে এখন বাড়তি একটি অপশন হাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। স্মার্টফোনের পর্দা ৪কে না  হলেও, ইউটিউবের অপশন থেকে ভিডিও মান হিসেবে ২১৬০পি নির্বাচন করে ওই রেজুলিউশনে ভিডিও চালানো সম্ভব হবে। তবে, এতে মোবাইল ব্যান্ডউইথ খরচ হওয়া বাদে বাড়তি লাভ তেমন কিছু হবে না বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট।

৪কে ভিডিও দেখতে ইউটিউব ব্যবহারকারীকে অ্যাপ ইন্টারফেইসের উপরে তিন-ডট চিহ্নটিতে ট্যাপ করতে হবে এবং পপ আপ মেনু থেকে প্রথমে কোয়ালিটি এবং পরে ২১৬০পি নির্বাচন করে দিতে হবে।