সব প্রতিযোগিতা মিলে টানা দুই হারের পর সেরি আয় সোমবার
ঘরের মাঠে ইউভেন্তুসের প্রতিপক্ষ ক্রোতোনে।
পয়েন্ট তালিকার তলানির দলটির বিপক্ষের ম্যাচের আগের দিন
সংবাদ সম্মেলনে ফ্রি কিক থেকে গোল পাওয়া নিয়ে কথা বলেন পিরলো।
“ফ্রি কিকের গোলগুলো
গুরুত্বপূর্ণ, বিশেষ করে রক্ষণাত্মক খেলা দলগুলোর বিপক্ষে। ক্রিস্তিয়ানো এটা নিয়ে কঠোর
পরিশ্রম করছে। সে শান্ত আছে এবং দ্রুতই গোল পাওয়ার ব্যাপারে অবিচল ও আত্মবিশ্বাসী।”
লিগে নাপোলির বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর
প্রথম লেগে গত বুধবার পোর্তোর মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে ইউভেন্তুস।
টানা দশম লিগ শিরোপার মিশনে অনেকটা পিছিয়ে পড়েছে তুরিনের
দলটি। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার পাঁচে।
২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোববার এসি মিলানকে
৩-০ গোলে উড়িয়ে দেওয়া ইন্টার মিলান। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে এসি
মিলান।