ক্যাটাগরি

সাতকানিয়ায় ‘এলাকার বিরোধে’ প্রাণ গেল আ. নেতার

বুধবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নে হামলায়
আহত হওয়ার পর মো. বেলাল (৪৮) নামের স্থানীয় ওই আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে মারা যান।

বেলাল খাগরিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. জাহেদ (২৪) নামে এক যুবককে আটক
করা হয়েছে বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, খাগরিয়ায়
নূর মার্কেট ও তৈয়ারপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এক এলাকার লোক
অন্য এলাকায় যাতায়াত করে না।

“বেলাল নূর মার্কেট এলাকায় থাকতেন। কয়েক
মাস আগে তিনি তৈয়ারপুর এলাকার এক নারীকে বিয়ে করেন। বুধবার রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়িতে
গেলে ওই এলাকার লোকজন তাকে মারধর করে।”

আহত অবস্থায় উদ্ধার করে বেলালকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান
ওসি।

তিনি বলেন, হামলার পরপরই তৈয়ারপুর এলাকায়
অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।