চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে প্রতিপক্ষের
মাঠে ১-০ গোলে জেতে ১৩ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের সপ্তদশ মিনিটে
১০ জনের দলে পরিণত হয় আতালান্তা। ফেরলঁদ মঁদিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন
রেমো ফ্রয়লার।
চোটের কারণে অধিনায়ক সের্হিও রামোস, এদেন আজার,
করিম বেনজেমাসহ নিয়মিত দলের ৯ ফুটবলারকে ছাড়া খেলতে নামা রিয়াল
ভুগছিল আতালান্তার জমাট রক্ষণ ভাঙতে। প্রথমার্ধে তারা লক্ষ্যে শট রাখতে পারে কেবল
একটি।
দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারছিল না সফরকারীরা। অবশেষে ৮৬তম মিনিটে
দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন মঁদি।
ম্যাচ শেষে জিদানও স্বীকার করে নেন তার দল ভালো খেলেনি। তবে দল জয়
পেয়েছে তাতেই তিনি খুশি।
“আমরা
ভালো খেলতে পারিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়।”
“মাঠে আমরা পর্যাপ্ত জায়গা খুঁজে পাইনি। ১০ জনের একটা দলের বিপক্ষে
পর্যাপ্ত জায়গা না পেয়ে খেলা কঠিন। তবে আমাদের জন্য গোল পাওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল।
বিশেষ করে অ্যাওয়ে গোল।”
আগামী ১৬ মার্চ রিয়ালের
মাঠে হবে ফিরতি লেগ।