ক্যাটাগরি

নাটোরে দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বুধবার রাতে বনপাড়া
স্টেশনে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

মৃত আব্দুল্লাহ আল
মাহমুদ শফি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের (৪৭তম ব্যাচ)
শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের লোক
প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফি
গতকাল বিকালে তার মাকে আনতে বনপাড়া স্টেশনে যাচ্ছিল। পথে তার বাইকটি নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে।

তিনি জানান, শফিকে বাগাতিপাড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর জেলা সদর
হাসপাতালে নেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও
হাসপাতালে পাঠানো হয়।

“গভীর রাতে সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এই বিষয়ে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের ইপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাত ১২টার দিকে নাটোর
হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেলে আনা হয়। রাত ৩টার দিকে তিনি মারা যান।

শফির মৃত্যুতে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক
নুরুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় উপাচার্য
নিহতের বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের
প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।