ক্যাটাগরি

আবারও পথ হারাল আরামবাগ

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে পুলিশ এফসি।

১০ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আরামবাগ; একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল উত্তর বারিধারার বিপক্ষে ৪-৪ ড্র করে। পাঁচ ম্যাচ পর জয়ে ফেরা পুলিশ এফসি ১২ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে পুলিশ এফসি। চতুর্দশ মিনিটে জমির উদ্দিন দলকে এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিক পোডা।

৭২তম মিনিটে নাজমুল হোসেনের পাস থেকে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে ম্যাচে ফেরে আরামবাগ। কিন্তু নবম হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।