বৃহস্পতিবার বেলা সোয়া
১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা
এ মানববন্ধন করেন।
হাওর ভাতা বাস্তবায়ন
ফোরামের আয়োজনে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষক
ও কর্মচারী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে হাওর-ভাতা
বাস্তবায়ন ফোরামের আহ্বায়ক আলী আজমান বলেন, “হাওর ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন ও
কর্মসূচি চলমান থাকবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা হাওর ভাতা থেকে বঞ্চিত। অথচ
সেখানের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাওর ভাতা পেয়ে থাকেন। শিক্ষকদের হাওর ভাতার
প্রতি কারো নজর নেই।”
মানববন্ধন শেষে
আন্দলনরত শিক্ষক কর্মচারীরা খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে
প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা
হয়েছে, সরকার ঘোষিত হাওর অঞ্চলে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীরা
২০১৯ সালের ৫ মে থেকে ২০ শতাংশ হাওর ভাতা পেয়ে আসছেন। তবে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা
এই সুযোগ থেকে বঞ্চিত বলে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে অন্যদের
মধ্যে বক্তব্য দেন, উপজেলা হাওর ভাতা বাস্তবায়ন ফোরামের সদস্য সচিব কবির হোসাইন, শফিকুল ইসলাম
তালুকদার।